আলহাজ্ব খতিব উদ্দীন আহমেদ(সভাপতি)

আলহাজ্ব খতিব উদ্দীন আহমেদ

সম্মানিত অভিভাবকবৃন্দের সমীপে

আপনাদের বিনম্র শুদ্ধা জানাচ্ছি। বর্তমানে বিশ্বায়নের এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের ফলে এবং আর্থ সামাজিক অগ্রগতির কারণে আমাদের চারপাশে প্রতিনিয়ত নানাবিধ পরিবর্তন সাধিত হচ্ছে। আর এ পরিবর্তনের ছোয়া লেগেছে শিক্ষাক্ষেত্রেও।  সময়ের প্রয়োজনেই এ  পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়াতে হচ্ছে।  গত দু’/এক দশকের তুলনায় বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তো শিক্ষা ব্যবস্থা শতভাগ ডিজিটালাইজড হয়ে যাবে। এমতাবস্থায় আমাদের সন্তানদের মানসিকতা, আকাঙক্ষা এবং রুচিবোধের ও পরিবর্তন ঘটেছে।  তাদের এই পরিবর্তিত মানসিকতার চাহিদা অনুযায়ী প্রয়োজন সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান।  যে প্রতিষ্ঠানের শিক্ষকরা হবে আধুনিক, বিজ্ঞান মনস্ক, সময়ের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা সম্পন্ন এবং প্রতিশ্রুতিশীল। পাশাপাশি প্রতিষ্ঠানের ক্লাশরুম, শিখন শেখানো কার্যাবলীসহ সার্বিক পরিবেশ হবে আন্তরিক ও বন্ধুভাবাপন্ন।  আর উপরোক্ত বিষয়াবলীকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলায় ২০১৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে ‘’নিরা ভিশন স্কুল এন্ড কলেজ’’ । বর্তমানে চাকচিক্যময় সময়ে অভিভাবকদের কাঙ্খিতমানের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে একটু সমস্যা বৈকি।  তবে এটাও ঠিক চাকচিক্যময়তার ভিড়ে ‘’নিরা ভিশন স্কুল এন্ড কলেজ’’ তার প্রকৃত রুপ নিয়ে স্ব-মহিমায় উদ্ভাসিত। সুতরাং আমাদেরকে জানুন-বুঝুন-তারপর সিদ্ধান্ত নিন। আমাদের প্রতিষ্ঠানে আপনাদের সু-স্বাগতম।

 

 

            -শুভেচ্ছান্তে-

               সভাপতি

আলহাজ্ব খতিব উদ্দীন আহমেদ

      নিরা ভিশন স্কুল এন্ড কলেজ

      গোপালগঞ্জ, সদর, দিনাজপুর।

সাবেক অধ্যক্ষ, চাঁদগঞ্জ ডিগ্রী কলেজ

             ও সাবেক চেয়ারম্যান

    ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ।

              গুণীজন সম্মানা প্রাপ্ত।